• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলি সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করে সম্প্রীতির নজির স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে গরুটি।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাত হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ছিলেন বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।

সুবেদার শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় একজন মালিকের গরু হিলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের পক্ষ থেকে গরুটি আমাদের কাছে ফেরত চাওয়া হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করে।

তিনি আরও বলেন, এটি সীমান্তে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে বিজিবি তার একটি দৃষ্টান্ত। বিজিবি বরাবরই আন্তরিকতা বজায় রেখে দায়িত্ব পালন করে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা 
বিএসএফের গ্রেনেডের আঘাতে বাংলাদেশি আহত
হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক