চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি শরীফ মো. ইউনুছ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলাধীন ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে এসব কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ধ্বংস করা বাংলাদেশ রাষ্ট্রটিকে মেরামত ও সংস্কার করে নতুন আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন তারেক রহমান। সেই ৩১ দফার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করে তুলতে সকল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
আরটিভি/এমকে