গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম-দুর্নীতি তদন্তে দুদক

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৫৮ পিএম


গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম-দুর্নীতি তদন্তে দুদক

গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি টাকায় ব্যক্তিগত জায়গায় কালভার্ট নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে-এমন অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় রাস্তায় পাস হওয়া কালভার্ট নির্দিষ্ট স্থানে না করে দলীয় ক্ষমতা ব্যবহার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান তার সদর উপজেলার দত্তডাঙ্গা এলাকায় নিজ প্রজেক্টে যাতায়াতের সুবিধার জন্য খালের উপর এই কালভার্ট নির্মাণ করান।

শুধু তাই নয়, কালভার্টটির জন্য বরাদ্দ ১২ লাখ টাকা হলেও তার বরাদ্দ নিজের ক্ষমতা দেখিয়ে ৩০ লাখ টাকা করিয়ে তিনি এলজিইডিকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। যা সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতি করার সামিল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বিষয়টির তদন্ত করতে মঙ্গলবার জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এলজিইডি অফিসে গিয়ে তদন্ত করেন। প্রাথমিকভাবে তারা এ বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান।

বিজ্ঞাপন

স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, এখানে কোনো অনিয়ম হয়নি। এলজিআরডি মন্ত্রণালয়ের সকল নীতিমালা অনুসরণ করেই কাজ করা হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission