ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিলেন আইনজীবীরা

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৫৯ পিএম


loading/img
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের আদালতপাড়ায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরাল ও ভাস্কর্য ভেঙে দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে নির্মাণশ্রমিকদের ডেকে হাতুড়ি-শাবল দিয়ে এসব ম্যুরাল ও ভাস্কর্য ভেঙে ফেলা হয়। 

এ সময় জেলা ও দায়রা জজ আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকটি ম্যুরাল ও স্থাপনা ভাঙচুর করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটিও ভাঙা হয়েছে।

বিজ্ঞাপন

আইনজীবীদের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোটেক আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমকে বলেন, এসব ছবি (শেখ মুজিবের) দিয়ে আওয়ামী লীগ পবিত্র বিচারাঙ্গনকে কলুষিত করেছে। এই ম্যুরালের দোহাই দিয়ে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে এবং এখন দেশে নিরপেক্ষ সরকার। আমরা ফ্যাসিবাদমুক্ত নারায়ণগঞ্জ চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |