চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
এ সময় ৫ শতাধিক কৃষকের মাঝে এক বস্তা করে ইউরিয়া সার তুলে দেন তিনি। আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার ১৬টি ইউনিয়নের ৫ হাজারের অধিক দরিদ্র কৃষকের মাঝে সার তুলে দেওয়া হবে বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা।
এ ছাড়াও খাদ্যের উৎপাদন বাড়াতে ভবিষ্যতে ব্যাংকের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের সহযোগিতার কথা জানান ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান।
স্যার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ খশরু মোল্লা, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ অনেকে।
আরটিভি/এমকে-টি