ফরিদপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৯ পিএম


ফরিদপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২
ফাইল ছবি

ফরিদপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার খলিল মণ্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইকযোগে ফরিদপুর শহরের দিকে আসছিলেন কয়েকজন যাত্রী। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গণমাধ্যমকে বলেন, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত, আর চারজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission