নড়াইলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় মারা গেছে ৫ বছরের শিশু আছিয়া।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নড়াইল-কালিয়া সড়কের সরকেলডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া সরকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের ফারুক মোল্যার মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল আছিয়া। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
এদিকে, দুপুরে দিকে একই সড়কের ফুলশ্বর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামক এক নগদ কর্মী মারা যায়। তার বাড়ি সদরের তুলারামপুরে। অপর মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে সাব্বিরকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। সাব্বির চালিতাতলা গ্রামের মোশারেফের সন্তান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়া থেকে কাজ শেষে নগদ কর্মী সেন্টু হাওলাদার নড়াইল ফিরছিল। সদরের ফুলশ্বর নামক স্থানে পৌঁছানোর পর নড়াইলের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেন্টু হাওলাদার মারা যায়। অপর মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, সকালে একজন এবং বিকেলে হাসপাতালে একজন এবং ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
আরটিভি/এএএ-টি