নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় অজ্ঞাত নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এসে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি মরদেহটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানব দেহের কয়েকটি টুকরা দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করেছি। আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে।
আরটিভি/এমকে/এস