ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আগামীর সরকার হবে বিএনপির সরকার: আমান 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:১৩ পিএম


আগামীর সরকার হবে বিএনপির সরকার: আমান 
ছবি: আরটিভি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এ জন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা, আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার টাউন হল ফুটবল মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে। দীর্ঘ ছয়মাস বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছে। শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। তাদের প্রেতাত্মাদের জায়গা নেই। তারা যদি দেশে আসার চিন্তা করে তাহলে দেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে যেভাবে দীর্ঘ আন্দোলন করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছি সেভাবেই আগামীর নির্বাচনে জনগণের ভোটে বিএনপির নির্বাচিত হবে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুর থেকেই শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |