ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ০২ মার্চ ২০২৫ , ১০:৩৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকায় বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) ফাল্গুনী দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

বিজ্ঞাপন

চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসের মতো একজনকে দেখতে পাই, তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন। নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিলে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

তিনি আরও বলেন, ফাল্গুনী দাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক অপকর্মের সঙ্গে জড়িত।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতি ফাল্গুনী দাসকে আটক করা হয়েছে। তাকে শনিবার কোর্টে চালান করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |