ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট, সেই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১২:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করেন এক ছাত্রলীগকর্মী। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মীর নাম নাবিল হোসেন (২২)। তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নাবিল হোসেন গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তার ফেসবুক আইডি ‘নাবিল (নাবু)’ থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি পোস্ট করেন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে তাকে আটক করা হয়।

Capture4

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক গণমাধ্যমকে বলেন, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (সোমবার) তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি দিয়ে পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন—‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |