দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর। এ সময় ডাবলু আর এস ব্রিকস নামের একটি অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
দিনাজপুর জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া, নবাবগঞ্জ ইউএনও আশরাফুল হকসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মলিন মিয়া বলেন, নবাবগঞ্জ উপজেলায় ২৮টি ইটভাটা রয়েছে তার মধ্য ২২টি ইটভাটাই অবৈধ। অভিযানে প্রথম দিনে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
আরটিভি/এএএ/এস