ঢাকা

নওগাঁয় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৩:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে নওগাঁ বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। 

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী বিলকিস বানু (৫০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটোরাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। 

এ বিষয়ে ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মোটরসাইকেলযোগে তারা দুজন (স্বামী-স্ত্রী) নওগাঁ শহরের দিকে আসছিলেন। বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে পৌঁছালে বগুড়া অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

নিহতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |