ঢাকা

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১০:০০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

স্থানীয়রা জানান, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল বের করেন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |