দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ ও বাকী চাপাড়া মাঝামাঝি মাঠের পার্শ্বে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।
তিনি বলেন, বুধবার সকালে বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখে থানাতে ফোন করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪০ বছর। তার পড়নে গোল গলার একটি কালো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল। এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ