ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হিলিতে নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৭:৪২ পিএম


loading/img
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও এক লাইসেন্সে দুই স্থানে কারখানা চালানোর দায়ে চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত হিলির ডাঙ্গাপাড়ায় অবস্থিত বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। 

এ সময় তার সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের দিনাজপুর কার্যালয়ের ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, হিলির ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সেমাই কারখানাগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। এ সময় একটি লাইসেন্সের অনুকূলে দুই স্থানে কারখানা পরিচালনা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং কৃত্রিম রং ব্যবহারের অভিযোগের ভিত্তিতে ৪টি সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি কারখানার লাইসেন্স না থাকায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরটিভি/আইএম-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |