ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ, ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১১:১৯ এএম


loading/img
সংগৃহীত ছবি

অবৈধভাবে পরিচালনার দায়ে কুমিল্লার দেবিদ্বারে পাঁচটি ইটভাটা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটাগুলোকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এতে থানা পুলিশের একটি দল এবং উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, শনিবার দুপুরে দেবিদ্বারের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চরবাকর এলাকার ফাইভ স্টার ব্রিকস, বেগমাবাদ এলাকার কে এম বি ব্রিকস, চরবাকরের রাসেল ব্রিকস, সোনিয়া ব্রিকস এবং দেবিদ্বার ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, ওই পাঁচ ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়। ইটভাটাগুলোতে নতুন পোড়ানো ইটের আগুনে পানি ছিটিয়ে সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |