যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১০:৩২ এএম


যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের নাম সাদী আহমেদ (৩২)। সোমবার রাত পৌনে ১২টার দিকে শহরের রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।

নিহত সাদী রেলগেট তেঁতুলতলা এলাকার শওকত হোসেনের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ সজ্জা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতি চলাকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাকিরুল ইসলাম বলেন, সাদী বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission