ঢাকা

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ধৈর্য ধরতে হবে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১০:০৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত সময়ে সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থান দিয়ে স্ব স্ব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কাজ করতে হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে হালুয়াঘাট যুব ব্যবসায়ী ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। নিখাদ ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে। 
 
তিনি বলেন, অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।

বিজ্ঞাপন

যুব ব্যবসায়ী ফাউন্ডেশনের সভাপতি তাজিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপির নেতারাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরটিভি/এএএ-টি  

 

বিজ্ঞাপন

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |