কিশোরগঞ্জে নিজ বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে লুৎফর রহমানের ছেলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাওলানা লুৎফর রহমান দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি শহরের কাচারি বাজার মসজিদের সাবেক ইমাম। এছাড়াও জেলার ঐতিহ্যবাহী দ্বীনই প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক। ছেলের সঙ্গে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমেদ রশিদ জানান, মাওলানা লুৎফর রহমান ওই মাদরাসার হাদিসের শিক্ষক ছিলেন। বর্তমানে মাদরাসা বন্ধন। কিছুদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। বিকেল খবর পেয়েছি তিনি মারা গেছেন।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, বিকেলে খবর পাওয়ার পরে আমরা এখানে এসে জানতে পারি, দুপুরে বাসার ভেতরে গোসলখানায় গিয়ে দরজা লাগিয়ে দেন লুৎফর রহমান। অনেকক্ষণ যাওয়ার পরও যখন দরজা খুলেনি তখন স্ত্রী দরজা ধাক্কা দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় লুৎফর রহমান পড়ে আছেন। পাশে একটা ছুরি ছিল। উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা বলছেন, তিনি দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। আমরা ছুরি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ধারণা করছি তিনি নিজে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ