বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে একটি মহল: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৯:২৫ পিএম


বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে একটি মহল: প্রিন্স
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় এসব কথা বলেন । 

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার বা বিরোধী দল, যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনগণের দল সুখ-দুঃখে সব সময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। বিএনপি বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে তাই অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোন চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখে নাই তা অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে। 

তিনি আরও বলেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটি কে থামিয়ে রাখা যাবে না। 

হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা ইলয়াস খাঁন, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, নলিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission