ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

২৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১১:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জেলার সদর থানাধীন শ্রীরামদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন (৩৩), মো. আলী আকবর খান (৪২), মোছা. শাবানা বেগম (৩০) মো. আলামিন শেখ (২৮) নামক ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় আসামিদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত এমরান হোসেন ডিএমপি ঢাকার শ্যামপুর থানার হাফেজনগর গ্রামের হিরু মিয়ার ছেলে, আলী আকবর খান খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে, শাবানা বেগম একই গ্রামের মৃত গোলাম মোস্তফা এর মেয়ে এবং আলামিন শেখ খুলনা জেলার রুপসা থানার জাবুসা গ্রামের আব্দুর রহমান শেখ এর ছেলে।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |