ঢাকা

সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ১০:২০ এএম


loading/img
ফাইল ছবি।

পাবনার সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আকাশ হোসেন (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান। 

গ্রেপ্তার আকাশ ওই গ্রামের দবির প্রামাণিকের ছেলে।

বিজ্ঞাপন

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীর (১২) বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে আকাশ ঘরে প্রবেশ করে দরজা আটকে ধর্ষণ করে। এ সময় তার ওই ছাত্রীর মা চায়না খাতুন ঘরের দরজা খুলতে না পেরে বাইরে থেকে দরজা বন্ধ করে লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। এ সময় ধর্ষক আকাশ ঘরের দরজা ভেঙে দ্রুত বের হয়ে আসে। একপর্যায়ে এলাকাবাসী তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। পরে রাত ৯টায় ওই ছাত্রীর মা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মেয়েকে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারল হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ষিতার মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে আকাশকে গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |