ঝালকাঠিতে নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শিশু রায়হান মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুদিন পরে শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টায় নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় ভেসে ওঠে শিশুটির মরদেহ।
স্থানীয়রা পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন করেন। সংবাদ পেয়ে নৌপুলিশ ও নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মরদেহ উদ্ধার করেন। সংবাদ পেয়ে নিহত রায়হান মল্লিকের বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে মরদেহ শনাক্ত করেন। এ সময় সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন রায়হানের বাবা মোহাম্মদ আলী মল্লিক ও শিশুটির মা।
গত ১৮ মার্চ ভোরে ঝালকাঠি নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালি-৫ এর ধাক্কায় নৌকাডুবির ঘটনায় শিশু রায়হান মল্লিক নিখোঁজ হয়। প্রতিবেশী জেলে বিপ্লবের সঙ্গে মাছ ধরা দেখতে যায় শিশু রায়হান। ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়। এ সময় জেলে বিপ্লব নদী সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু রায়হান।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করার পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে