আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি সরকার নির্ধারণ করবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। পুরো দল তো অপরাধ করেনি।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশনের পাশে বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমানের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন দিচ্ছে না। এ সুযোগে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি আরও বলেন, যাদের জনসমর্থন নাই তারাই সরকারকে পরামর্শ দিচ্ছে নির্বাচন পেছানোর জন্য। কিন্তু যতদিন যাবে নির্বাচন না দিলে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কুতব উদ্দিন সানি, যুগ্ম আহবায়ক মাসুদের রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
আরটিভি/এএএ/এস