ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শরীয়তপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ১০:২৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসের ধাক্কায় মো. শাকিল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জাজিরার গনির মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল মিয়া উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকার আমির মোল্লিকের কান্দির বাসিন্দা আবু আলেম মিয়ার ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার আড়াইটার দিকে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া। জাজিরার গনির মোড় এলাকায় পৌঁছালে শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পিচ ঢালাই সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ দুর্ঘটনা জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |