ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ১০:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে দীপক সরকার (২৬)।

বিজ্ঞাপন

জানা গেছে, শিশুটি খেলাধুলার করার জন্য মদাপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানের চাতালে মাটি আনতে যায়। ওই সময় ধানের চাতালের কর্মচারী দীপক শিশুটিকে কাছে ডেকে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ছেড়ে দেয় দীপক। পরে বিষয়টি শিশু তার পরিবারকে জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসী দীপক‌ে আটক করে। প‌রে মারধর করে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রা‌খে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে মেয়েটির জবানবন্দি নিয়ে জানতে পারি যে আটক ব্যক্তি মেয়েটিকে যৌন হয়রানির চেষ্টা করেছে। 

এ বিষয়ে কালুখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |