ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

পাইকগাছায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৯:৪২ পিএম


loading/img
ছবি: আরটিভি

জুলাই বিপ্লবে খুলনার পাইকগাছার দুই শহীদ পরিবারের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাপুর গ্রামের রকিবুল ইসলামের অন্ধ বাবা রফিকুল ইসলাম ও তার ছোট বোনের কাছে এবং রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠুপুর গ্রামের শহীদ নবী নুর মোড়লের পরিবারের কাছে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা বিভাগয়ী আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সদস্য সচিব ড. এস এম ফেরদাউস, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। 

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এমদাদুল হক ও পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামসহ আরও অনেকে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |