সুন্দরবনের পক্ষিচরে আট‌কেপড়া ৭ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ১১:২২ পিএম


সুন্দরবনের পক্ষিচরে আট‌কে পড়া ৭ জেলে উদ্ধার
ছবি: আরটিভি

সুন্দরবনের পক্ষিচরে ফিশিং ট্রলার গ্রাউন্ডিং হয়ে আটকেপড়া ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

উদ্ধারকৃত জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮), আজিজুল হাওলাদার (২০)। তাদের সকলেই বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার বিভিন্ন গ্রামে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রোববার ভোর ৪টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে তাদের আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্টগার্ডের মেডিকেল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। 

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission