ঢাকা

পুলিশ ফাঁড়ি থেকে গ্রিল ভেঙে পালালেন মাদক ব্যবসায়ী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে রয়েল নামে এক মাদক ব্যবসায়ী গ্রিল ভেঙে পালিয়েছে বলে জানা গেছে। রোববার রাতে উপজলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।

পলাতক আসামি উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, যৌথবাহিনী গত শনিবার রাতে অভিযান চালিয়ে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখেন। পরে রুমে থাকা অবস্থায় সেখান থেকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান রয়েল। 

তিনি আরও বলেন, তবে আটক মাদক ব্যবসায়ীর নামে এখনও কোন মামলা রেকর্ড হয়নি। আমরা আসামিকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। অতি দ্রুত আসামিকে খুঁজে বের করা হবে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |