ঢাকা

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকা থেকে মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) র‍্যাব-১৫ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউপির বাসিন্দা শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান। পোশাকের পাশাপাশি তাদের কাছে থাকা ৪টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ নামে পোশাক সরবরাহকারী চক্রের অন্যতম হোতা পালিয়ে যায় এবং গ্রেপ্তারকৃতরা তার নেতৃত্বে এই কাজ করতো বলে র‍্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, ২৩ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জুলাইবিপ্লবের পর কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আরাকান আর্মির কার্যতৎপরতা বৃদ্ধি পেয়েছে। দুষ্কৃতিকারীদের কাছে জব্দ হওয়া আরাকান আর্মির পোশাকগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছিলো।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |