ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৩:৩৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতির আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) ভোরে ইউনিয়নের সুরেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি। বুধবার ভোরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির ও আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলা করেছে। সেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে আজিজুর রহমান হরমুজ মুন্সি বলেন, আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করেছি। রাতে কে বা কারা আমার বাড়িতে এবং আমার শয়নকক্ষের জানালায় বোমা নিক্ষেপ করে। এখন পর্যন্ত একটি বোমা অবিস্ফোরিত রয়ে গেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |