ঢাকা

গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের 

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৪:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার।

বিজ্ঞাপন

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাকা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহত শিশুর মা ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়। গাড়ির চালককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের মরদেহ থানায় রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |