ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কি‌শোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০২:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার রাতে রাজবাড়ী পাস‌পোর্ট অফিসের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে এ ঘটনা ঘ‌টে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর আলাদীপির হাইওয়ে থানার ওসি শামীম আহমেদ।

নিহত ওই কি‌শো‌রের নাম তাফ‌সিরুল ইসলাম। সে মু‌ন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফ‌রিয়াগ্রামের সাদ্দাম হো‌সেনের ছে‌লে। সে ‌আলা‌দিপুর বে‌দে পল্লির বা‌সিন্দা ছি‌ল।

বিজ্ঞাপন

নিহত তাফ‌সিরুলের চাচা মো. জা‌কিরুল ইসলাম বলেন, আমরা বে‌দে সম্প্রদা‌য়ের মানুষ। বেশ কিছু‌দিন হ‌লো রাজবাড়ীর আলা‌দিপুর এলাকায় এসে‌ছি। আমরা বি‌ভিন্ন এলাকায় গি‌য়ে সাপ খেলা দেখি‌য়ে টাকা উপার্জন ক‌রি। আমার ভা‌তিজা তাফ‌সিরুল ঈদের জন‌্য এক‌টি প‌্যান্ট ‌কি‌নে‌ছি‌ল। সেটা একটু বড় হওয়ায় ইফতা‌রের পর সাই‌কেল চা‌লি‌য়ে আলা‌দিপুর বাজা‌রে দ‌র্জির দোকা‌নে গিয়েছিল ঠিক কর‌তে। ফেরার প‌থে পেছন থে‌কে আসা কু‌ষ্টিয়াগা‌মী এক‌টি ট্রাক চাপা দি‌য়ে পা‌লি‌য়ে যায়।

এ বিষয়ে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ওসি শামীম শেখ ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাক‌টি নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। ট্রাক‌টি আট‌কের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |