আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, মির্জা আজমকে ফেরত চাই, ওবায়দুল কাদেরকে ফেরত চাই, আমরা শেখ হাসিনার ফাঁসি চাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
শনিবার (২৯ মার্চ) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় হাজরাবাড়ী পৌর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারিনি। ভোট দিয়ে আমরা উপজেলা চেয়ারম্যান বানাতে পারিনি, ভোট দিয়ে আমরা মেলান্দহ, মাদারগঞ্জ ও হাজরাবাড়ী পৌরসভার মেয়র বানাতে পারিনি। ভোট দিয়ে আমরা ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বানাতে পারিনি। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন ও ইউনিয়ন নির্বাচন করতে চায়।
উপস্থিত জগণের কাছে প্রশ্ন রেখে এই বিএনপির নেতা বলেন, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে হয়েছে? সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যাকে আমরা গণতন্ত্রের মা বলি। মিথ্যা বনোয়াট মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তাকে বছরের পর বছর কারাগারে বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, শেখ হাসিনার চাকর জাহাঙ্গীর আলম, মির্জা আজম, তার স্ত্রী আলেয়া আজম, ঝাউগড়ার ফারুক আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সম্পদের হিসাব চাই। কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে।’
পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে শাহ্ তালাত মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মঞ্জু, সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যমল তালুকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম হাফিজ নাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির তৃণমূলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে