ঢাকা

কুমিল্লায় ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী ২ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৪:৪১ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিজপুর গ্রামের প্রয়াত মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে দুটো করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |