ঢাকা

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৫:২৩ পিএম


loading/img
অভিযুক্ত হাকিম মিয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঈদের দিন গভীর রাতে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের টান চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন।

স্বজনরা জানান, নির্যাতনের শিকার ওই নারীর স্বামী স্থানীয় বোয়ালিয়া বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঈদের দিন রাতেও তিনি বাজার পাহারায় ছিলেন। ছেলে-মেয়েদের নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী। রাত একটার দিকে জানলার সিটকিনি খুলে ঘরে ঢুকে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হাকিম মিয়া। এ সময় হাকিম অস্ত্রের মুখে ৩ সন্তানের জননী ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে হালিমকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।  

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার গৃহবধূকে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |