পাবনায় পৌর শহরের অনন্ত বাজার কলোনি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরাফাত (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরাফাত পাবনা পৌর এলাকার মুটেপাড়া মহল্লার ওমর আলীর ছেলে।
বিজ্ঞাপন
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরাফাত নামের ছেলেটি মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। তবে এখন পযন্ত কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
আরটিভি/টি