ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। 

সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দাবি কিন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের যে আকাঙক্ষা, এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সবসময়ই দাবি জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এ সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছেন, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার পদক্ষেপ নেবে। পরবর্তী সিদ্ধান্ত দল কি নেবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে, এটিই আমাদের সকলের প্রত্যাশা। যারা ফ্যাসিবাদ, তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবো।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |