ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

লামায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় আহত ২৫ 

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৭:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে লামা-চকরিয়া সড়কের মাদানি নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন শিশু ও চালক, হেলপারসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২)।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে এসআর নামে একটি মিনিবাসে করে লামায় বেড়াতে যাচ্ছিল পর্যটকরা। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ও কলাউজানের বাসিন্দা। মিনিবাসটি লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছকে ধাক্কা দেয়। এ ঘটনায় ২৫ জন আহত হন। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সোলেমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এক শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

লামা থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ হোসেন বলেন, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিয়ে আহতরা লোহাগাড়া চলে যান। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |