ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ডিভোর্সি মেয়েকে বিয়ে করায় মায়ের গালমন্দ, নব দম্পতির আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৫:১৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মায়ের দাবি- ডিভোর্সি মেয়েকে বিয়ে করায় ছেলেকে গালমন্দ করেছেন। তাই ছেলে এমন কাণ্ড করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার চাউলাপাড়া গ্রামের রহিম ডাক্তার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করো হয়। তবে ইকবালের দ্বিতীয় বিয়ের খবর ‘জানতেন না’ তার প্রথম স্ত্রীসহ পরিবার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে বিয়ে করে নববধূকে বাড়িতে রেখে ঢাকায় যান বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের শুক্কর হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার। সেখানে একটি তৈরি পোষাক কারখানায় চাকরি নেন তিনি। ওই গার্মেন্টসে পরিচয় হয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের লামিয়ার সঙ্গে। সেই পরিচয় থেকে প্রেম। তাদের এ প্রেমের বিষয়টি পরিবার জেনে যায়। দুইদিন আগে ইকবাল ওই প্রেমিকাকে নিয়ে কুয়াকাটা বেড়াতে যায়। কুয়াকাটা থেকে গত বুধবার বিকেলে লামিয়াকে নিয়ে ইকবাল তালতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের ভগ্নিপতি রিপন ডাক্তারের বাড়িতে বেড়াতে আসেন। তার ভগ্নিপতি ও বোন ঢাকায় বসবাস করেন। ওই বাড়িতে থাকেন ভগ্নিপতির বাবা রহিম ডাক্তার ও তার মা। 

বিজ্ঞাপন

এদিকে, ছেলেকে না পেয়ে পরিবার বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে জানতে পারেন তাদের ছেলে তার প্রেমিকাকে নিয়ে জামাই বাড়িতে গেছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মা হাজেরা বেগম জামাই বাড়িতে আসেন এবং ছেলেকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল বোনের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। একই সময়ে দ্বিতীয় স্ত্রী লামিয়াও রশির অপর প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে ওই বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

মা হাজেরা বেগম জানান, তার ছেলে ইকবাল একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। ছেলে এমন কাণ্ড করায় তিনি গালমন্দ করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল (শুক্রবার) ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |