নেত্রকোনা সীমান্তে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি মাদককারবারি।
রোববার (৬ এপ্রিল) গারো পাহাড়ি অঞ্চলের কলমাকান্দা উপজেলার সীমান্ত লাগোয়া বাউশাম সুন্দরীঘাট মোড় সংলগ্ন একটি ধানখেতে মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফরহাদ মিয়া (৩৫) উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা।
কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরীঘাট এলাকা থেকে ফরহাদকে আটক করা হয়। পরে সেখানের একটি ধানখেতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ করা হয়।
তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরে পর তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/আরএ/এআর