ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৩:৩৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যদি বিচার বিভাগের সংস্কার না করা হয় তাহলে কোনো ক্ষেত্র বা সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সে প্রস্তাবনার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। তবে এখনও অনেক পথ বাকি, যার মধ্যে কিছু পথ দুর্গমও।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম্মেদ ভূঁইয়া, আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁইয়া, দিনাজপুর সিনিয়র জেলা দায়রা জজ আলমগীর কবির, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হাসানসহ আরও অনেকে। 

পরে প্রধান বিচারপতি তার দাদা ও দাদির নামে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। 

আরটিভি/এএএ/এআর

বিজ্ঞাপন

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |