ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আপনারেই কিন্তু রিপেয়ার কইরা দেব, নির্বাহী প্রকৌশলীকে উপদেষ্টার হুঁশিয়ারি 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৯:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের করচার হাওরের রাবার ড্যাম মেরামত না করায় এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে রিপেয়ার (মেরামত) করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামনে দেখার হাওরের বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকরা করচার হাওরের গজারিয়া রাবারড্যামের দিয়ে ছিদ্র হয়ে পানি ঢুকলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বোরো ফসল হুমকিতে পড়তে পারে জানালে, রাবার ড্যামের নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে খোঁজেন এবং পরে মোবাইল ফোনে এই হুঁশিয়ারি দেন তিনি। 

এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এমন হুঁশিয়ারির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। 

বিজ্ঞাপন

মোবাইলে ফোনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলেন, জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে লিক রয়েছে কেন? 

বিপরীতপ্রান্ত থেকে কিছু বলার পর উপদেষ্টা বলেন, কদিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দেব। বুঝতে পারছেন? পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না।

নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে কিছু একটা শোনার পর তিনি আবারও বলেন, না পয়সা খান না, আপনার নাম, মোবাইল নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে মেরামত করবেন। সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহনে, আসেন এহানে। 

বিজ্ঞাপন

এরপর উপদেষ্টা জায়গার নাম জিজ্ঞাসা করে নির্বাহী প্রকৌশলীকে ঠিকানা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পাশে থাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল মোবাইল ফোন নিয়ে বলেন, এক্সএন (নির্বাহী প্রকৌশলী) সাব, দেখার হাওরের গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন।

গজারিয়া রাবার ড্যামের বিষয়ে এলজিইিডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বললেন, এটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেরামত করেছে, কাজ প্রায় শেষ হয়ে গেছে। টুকটাক বাকি আছে। এটি রক্ষণাবেক্ষণ করেন সমিতির লোকজন। এখন নদীর পানি বাড়লে তারাই রাবার ফুলিয়ে দেবেন। কৃষকরা হয়তো ফুলানোর বিষয়ে উপদেষ্টা স্যারের সাথে কথা বলছিল। আমি উপদেষ্টা স্যারের বিষয়টি বুঝিয়ে বলেছি। তিনি আশ্বস্ত  হয়েছেন। 

উল্লেখ্য, সুনামগঞ্জে যাওয়ার আগে সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তার সম্মানে লালগালিচা বিছানো হয়েছিল। থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়েন এবং লাল গালিচা তোলার জন্য বলেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |