ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যশোরে পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৬:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৩)।

বিজ্ঞাপন

নিহত শাহিনের বাবা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সবশেষ বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, দুপুর সারে ১২টার দিকে দুই বাচ্চাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি, মর্মান্তিক ঘটনা। পারিবারিকভাবে শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |