ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ৩ শতাধিক শিশু-কিশোর

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৯:৩২ পিএম


loading/img
ছবি: আরটিভি

টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ফেনীর সোনাগাজীর ৩ শতাধিক শিশু-কিশোর। এছাড়া কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিজয়ীদের হাতে সাইকেল তুলে দেন।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল আলমের সভাপতিত্বে স্থানীয় ভবানী চরণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপ অব কোম্পানির পরিচালক মাবরুর হোসাইন।

বিজ্ঞাপন

কলরব শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |