ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে উল্টে যাওয়া সারবোঝাই ট্রাকচাপায় আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ট্রাকটি সারবোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এস