নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিজমিজি পাটনদী এলাকায় ছনখেতের পরিত্যক্ত বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম ওই এলাকার আব্দুস সালাম তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই জানান, তার ভাই ইলেকট্রিশিয়ান বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করে। তাদের ধারণা, তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি কি হত্যা না বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আরটিভি/এমকে/এআর