ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, ওসির ফেসবুক পোস্ট ভাইরাল

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৬:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তাৎক্ষণিক বদলির আদেশ পাওয়া ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের ফেসবুক আইডিতে লেখা একটি স্টোরি ভাইরাল হয়ে পড়েছে। সেখানে তার বদলির বিষয়টিকে ইঙ্গিত করে তিনি কিছু কথা লিখেছেন। তার বদলির কারণ যারা না বুঝবেন, তাদের তরমুজ খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে শহিদুর রহমানের ফেসবুক আইডির স্টোরিতে এ কথা লেখেন তিনি।

ফেসবুক স্টোরিতে তিনি লিখেছেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

বিজ্ঞাপন

এর আগে, শনিবার রাত ৮টায় ঠাকুরগাঁও সদর থানা থেকে ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়। 

জানা যায়, শহিদুর রহমান বদলির ৬ মাস ৮ দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব নিয়েছিলেন। গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

বিজ্ঞাপন

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে তাৎক্ষণিক বদলির বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |