ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ১০:৫১ পিএম


loading/img
ছবি: আরটিভি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে সুমাইয়া আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বিলাসদী এলাকার মসজিদের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শহরের বিলাসদী এলাকার সৌদি প্রবাসী খোকন আহমেদ বাতেনের মেয়ে। সে নরসিংদীর ব্রাহ্মন্দী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার সকালে সুমাইয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বিলাসদী এলাকার মসজিদের সামনের রেললাইন পার হচ্ছিলো সুমাইয়া। এ সময় ঢাকাগামী রেললাইনে নরসিংদী থেকে কালনী এক্সপ্রেস ঢাকা যাচ্ছিলো। আর নরসিংদীগামী রেললাইনে ঢাকা থেকে নরসিংদী আসছিলো তিতাস কমিউটার ট্রেন। সুমাইয়া কালনী এক্সপ্রেস ট্রেনটি খেয়াল করে রেললাইন পারাপার হলেও তিতাস কমিউটার ট্রেনটির প্রতি খেয়াল না করায় তার নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমবিএম জহুরুল ইসলাম বলেন, অসতর্কভাবে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |